Breaking News

Thursday, 24 January 2019

নাগরিক মঞ্চের দাবি পূরণ,আমদপুরে দুটি ট্রেনের স্টপেজের মান্যতা

কাজ হয়নি স্মারকলিপি দিয়ে, তারপর নাগরিক মঞ্চের সদস্যরা বিক্ষোভ শুরু করে আমোদপুর স্টেশনে। এই শান্তিপূর্ণ  বিক্ষোভের ঘটনা বেশ কিছুদিন আগের। তারপর রেলের উচ্চ কর্তাদের সাথে যোগাযোগ, সাক্ষাৎ। অবস্থান বিক্ষোভ, স্মারকলিপি ও রেলের উচ্চ কর্তাদের সাথে সাক্ষাতে শুধু ট্রেনের স্টপেজেরই দাবিই ছিল না, সাথে সাথে আরও বেশ কয়েকটিও দাবিও ছিল। যেমন:-শেড চওড়া করা, ওভার ব্রিজের সংযুক্তিকরণ এবং স্টেশনের পরিকাঠামো উন্নতি।

এ বিষয়ে নিয়ে গত ২৭ শে ডিসেম্বর একটি সাক্ষাৎকারও হয় রেলের সিনিয়র ডিভিশনাল অপারেশন্স ম্যানেজারের সাথে। সেই সাক্ষাৎকারে মোটামুটিভাবে একটা আন্দাজ পাওয়া গিয়েছিল বেশ কয়েকটি দাবি দাওয়া পুরন হওয়ার বিষয়ে। পুনরায় গতকাল আবার একটি সাক্ষাৎকারে দাবি-দাওয়ার পূরণের মান্যতা দিয়ে সামান্যটুকু হলেও সুনিশ্চিত হল দাবি-দাওয়া।

গতকালের এই সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন আমোদপুর নাগরিক মঞ্চের সভাপতি শ্রী সেবানন্দ রায়, রেলের DRM শ্রী ইসহাক খান, শ্রী রৌশন কুমার, শ্রী জি.এস. মোহান্তি। ১ ঘন্টার এই সাক্ষাৎকারে সিদ্ধান্ত নেওয়া হয়

No comments:

Post a Comment