Breaking News

Saturday, 19 January 2019

হ্যাকড ৭৭কোটি মেইল আইডি ও ২ কোটি পাসওয়ার্ড,তালিকায় আপনার নাম নেই তো?

২০১৯ শুরুতেই বড়সড় হ্যাকিং-এর খবর। ফাঁস হয়ে গিয়েছে, ৭৭ কোটি ২৯ লক্ষ ৪ হাজার ৯৯১টি ই-মেল অ্যাড্রেস। অর্থাত্‍ আপনার নামও থাকতে পারে ওই তালিকায়।
গত কয়েক বছর ধরে হ্যাকিং এর ঘটনার শিকার হয়েছেন ডিজিটাল জগত। প্রযুক্তির জগতে এই ধরণের ঘটনা দিনে দিনে ক্রমশই বেড়েই চলেছে। এবার ৭৭ কোটি ৩০ লাখ ইমেইল গ্রাহকের তথ্য ফাঁসের ঘটনা ঘটেছে বলে খবর প্রকাশিত হয়েছে। গবেষকরা বৃহস্পতিবার জানিয়েছেন, ইমেইল ও পাসওয়ার্ড খোয়া গেলেও কারো ক্রেডিট কার্ডের তথ্য জানতে পারেনি।ট্রয় হান্ট নামের এক ব্যক্তি বিষয়টি প্রথম নজরে আনে। সেই ট্রয় হান্টই তাঁর ব্লগে লিখেছেন, ”২ কোটি ১০ লক্ষ পাসওয়ার্ড আর ৭৭ কোটি ২৯ লক্ষ ৪ হাজার ৯৯১টি ই-মেল অ্যাড্রেস ফাঁস হয়ে গিয়েছে। যার ফলে, কম করে ২৭০ কোটি গোপনীয় রেকর্ড হ্যাকার, স্প্যামারদের হাতে পৌঁছে গিয়েছে।”

নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠান ট্রয় হান্ট ডেটা ফাঁসের এই ঘটনা জানতে পেরেছে বলে নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটি অবশ্য বলছে, তাদের কাছে ১১৬ কোটি দুই লাখ ৫৩ হাজার ২২৮টি ইউনিক ইমেইল আইডি ও পাসওয়ার্ড ফাঁসের তথ্য রয়েছে।
শুধু ইমেইল আইডি নিয়ে থাকলে গ্রাহকের খুব বেশি অসুবিধা হবে না। তবে যাদের পাসওয়ার্ড খোয়া গেছে তাদের ভোগান্তিতে পড়তে হতে পারে বলে আশঙ্কা করেছে প্রতিষ্ঠানটি। তবে হ্যাকাররা ৭৭ কোটি ২৯ লাখ চার হাজার ৯৯১ টি ইউনিক ইমেইল হ্যাক করেছে বলে নিশ্চিত করেছে ট্রয় হান্ট।হ্যাক হওয়া তথ্যের মধ্যে ৮৭ জিবির ১২ হাজার ফাইল রয়েছে। যেখানে বিভিন্ন ডকুমেন্টর পরিমাণ ২৭০ কোটির বেশি রয়েছে বলে জানিয়েছে ট্রয় হান্ট।

No comments:

Post a Comment